মানব ধর্ম
- ড. সুজিতকুমার বিশ্বাস ২৭-০৪-২০২৪

'রামের' মৃতদেহ চলেছে 'রহিমের' প্রেমে-
অনন্য নজির দেখে শেখপুরা গ্রামে।

দেশ জুড়ে তোলপাড় ধর্মের বেড়াজাল-
এসময় অনেকেই, কুমীর এনেছে কেটে খাল।

এক পাড়া -বসতি, মিশে থাকে মানবতা;
সম্প্রীতিতে মিলে থাকে সুপ্ত কথকতা।

সবাই দেখেছে চেয়ে- হিন্দুর সে দেহ;
খালেকের কাঁধে চেপে, নেই সন্দেহ!

কেন করছি বিরোধ? হবে শেষযাত্রা-
আঁধারে প্রদীপ জ্বালি, দিল নবমাত্রা।

বারোমাস একসাথে বাস করে থাকি;
আমার আনন্দে, বিপদে তাকেইতো ডাকি।

এই শেষযাত্রার ছবি হোক শুরু পথ-
ধর্মে বিরোধ নেই আজ করো শপথ।
-------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।